Header Ads

যখন পেনড্রাইভের জায়গা সঠিক না দেখায়


পেনড্রাইভ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে দ্রুত তথ্য আদান-প্রদানের ভালো মাধ্যমপ্রায়শঃ দেখা যায় পেনড্রাইভে থাকা জায়গার (স্টোরেজ) পরিমাণ টিকমত দেখা যায় নামানে ১৬ গিগাবাইটের পেনড্রাইভকে দেখাচ্ছে হয়তো ১৫.৬ বা ১৫.৭ গিগাবাইট
টিকমত অনেক সময় তারও কমএ ব্যাপারগুলো ঘটে অপারেটিং সিস্টেম, পেনড্রাইভ কোন ফাইল সিস্টেমে কনভার্ট করা এবং সিস্টেম মেমোরির ওপর নির্ভর করেবুটিস নামের ছোট্ট একটি প্রোগ্রাম পেনড্রাইভের পার্টিশনগুলোকে এক করে সঠিক আকার নির্ধারণ করতে সহায়তা করেhttps://goo.gl/GVEHfA ঠিকানার ওয়েবসাইট থেকে বুটিস নামিয়ে নিন


পেনড্রাইভ



যেভাবে কাজটি করবেন
প্রোগ্রামটি বহনযোগ্য হওয়ায় ইনস্টল করার ঝামেলা নেইনামিয়ে নিয়ে দুইটি ক্লিক করে চালু করুন প্রথমে কম্পিউটারের ইউএসবি পোর্টে পেনড্রাইভ যুক্ত করুনপেনড্রাইভে দরকারি কোনো ফাইল থাকলে আগেই অন্য কোথাও সরিয়ে নিনবুটিসের Physical Disk ট্যাবের Destination Disk-এর নিচের তালিকা থেকে আপনার পেনড্রাইভ দেখিয়ে দিনকাজটি সাবধান করুন কারণ ভুলে হার্ডডিস্ক নির্বাচিত হয়ে গেলে আরেক সমস্যায় পড়বেনএবার নিচের Parts Manage বোতাম চাপুনএখানে পেনড্রাইভের সব পার্টিশন দেখাবেএখানে শুরুর পার্টিশন নির্বাচন করে নিচের Re-Partitioning বোতামে আবার ক্লিক করুনRemovable disk repartitioning ডায়ালগ বক্স চালু হলে এখানের Disk Mode-এর USB-HDD mode (Single Partition) নির্বাচন করে নিনFile system- FAT 32 নির্বাচন করুনVol Label-এর ঘরে আপনার পছন্দমত নাম দিনStart LBA ঘরে 1 লিখে Reserved Secs ঘরে 32 লিখে এবার OK বোতাম চাপুনএবার রি-পার্টিশন আর সব পার্টিশনের ডেটা মুছে ফেলার আগে একটি সতর্কতামূলক বার্তা আসবেএখানে OK চাপুনকিছুক্ষণ পর Congratulations! Formatting was successful! বার্তা দেখিয়ে কাজটি সম্পন্ন হবেOK করে কম্পিউটারে গিয়ে পেনড্রাইভের জায়গা পরীক্ষা করে দেখুনপেনড্রাইভের অতিরিক্ত জায়গা(Storage) মুছে গিয়ে সঠিক আকারটি পাবেন যদি জায়গা না বাড়লে বুঝতে হবে এটি সিস্টেম মেমোরিতে রয়ে গেছে বা প্রস্তুতকারক আপনার জন্যে এতটুকু জায়গাই বরাদ্দ রেখেছে

No comments

The 25 Common terms of graphic design- for Professinal Designers

You’ve got a creative think & a desire to apply your design talents in a profession, but it’s a little intimidating to hang out w...

Powered by Blogger.