যখন পেনড্রাইভের জায়গা সঠিক না দেখায়
পেনড্রাইভ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে দ্রুত তথ্য আদান-প্রদানের ভালো মাধ্যম। প্রায়শঃ দেখা যায় পেনড্রাইভে থাকা জায়গার (স্টোরেজ) পরিমাণ টিকমত দেখা যায় না। মানে ১৬ গিগাবাইটের পেনড্রাইভকে দেখাচ্ছে হয়তো ১৫.৬ বা ১৫.৭ গিগাবাইট।
টিকমত অনেক সময় তারও কম। এ ব্যাপারগুলো ঘটে অপারেটিং সিস্টেম, পেনড্রাইভ কোন ফাইল সিস্টেমে কনভার্ট করা এবং সিস্টেম মেমোরির ওপর নির্ভর করে। বুটিস নামের ছোট্ট একটি প্রোগ্রাম পেনড্রাইভের পার্টিশনগুলোকে এক করে সঠিক আকার নির্ধারণ করতে সহায়তা করে। https://goo.gl/GVEHfA ঠিকানার ওয়েবসাইট থেকে বুটিস নামিয়ে নিন।
পেনড্রাইভ |
যেভাবে কাজটি করবেন
প্রোগ্রামটি বহনযোগ্য হওয়ায় ইনস্টল করার ঝামেলা নেই। নামিয়ে নিয়ে দুইটি ক্লিক করে চালু করুন। প্রথমে কম্পিউটারের ইউএসবি পোর্টে পেনড্রাইভ যুক্ত করুন। পেনড্রাইভে দরকারি কোনো ফাইল থাকলে আগেই অন্য কোথাও সরিয়ে নিন। বুটিসের Physical
Disk ট্যাবের Destination Disk-এর নিচের তালিকা থেকে আপনার পেনড্রাইভ দেখিয়ে দিন। কাজটি সাবধান করুন কারণ ভুলে হার্ডডিস্ক নির্বাচিত হয়ে গেলে আরেক সমস্যায় পড়বেন। এবার নিচের Parts Manage বোতাম চাপুন। এখানে পেনড্রাইভের সব পার্টিশন দেখাবে। এখানে শুরুর পার্টিশন নির্বাচন করে নিচের Re-Partitioning বোতামে আবার ক্লিক করুন। Removable
disk repartitioning ডায়ালগ বক্স চালু হলে এখানের Disk Mode-এর USB-HDD mode (Single Partition) নির্বাচন করে নিন। File system-এ FAT
32 নির্বাচন করুন। Vol
Label-এর ঘরে আপনার পছন্দমত নাম দিন। Start
LBA ঘরে 1 লিখে Reserved Secs ঘরে 32 লিখে এবার OK বোতাম চাপুন। এবার রি-পার্টিশন আর সব পার্টিশনের ডেটা মুছে ফেলার আগে একটি সতর্কতামূলক বার্তা আসবে। এখানে OK
চাপুন। কিছুক্ষণ পর Congratulations! Formatting was successful! বার্তা দেখিয়ে কাজটি সম্পন্ন হবে। OK করে কম্পিউটারে গিয়ে পেনড্রাইভের জায়গা পরীক্ষা করে দেখুন। পেনড্রাইভের অতিরিক্ত জায়গা(Storage) মুছে গিয়ে সঠিক আকারটি পাবেন। যদি জায়গা না বাড়লে বুঝতে হবে এটি সিস্টেম মেমোরিতে রয়ে গেছে বা প্রস্তুতকারক আপনার জন্যে এতটুকু জায়গাই বরাদ্দ রেখেছে।
No comments
Post a Comment