Header Ads

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমযুক্ত চালু করলে যদি এমন হয়




উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমএটা মাইক্রোসফট কর্পোরেশনের সর্বশেষ অপারেটিং সিস্টেম। নতুন অপারেটিং সিস্টেমে যেমন অনেক সুবিধা আছে, তেমনি মাঝেমধ্যে নতুন ধরনের সমস্যা দেখা যাচ্ছে এই যেমন কম্পিউটার চালুর পরপরই হার্ডডিস্ক ড্রাইভের ব্যবহার ১০০% দেখায়অর্থাৎ টাস্ক ম্যানেজার খুললে সেখানে ডিস্ক ব্যবহারের পরিমাণ দেখায় শতভাগএতে অনেকক্ষণ কম্পিউটারে কোনো কাজ করা যায় না
সমস্যাটি সম্পর্কে নির্মাতা প্রতিষ্টান মাইক্রোসফট বলছে, কিছু কিছু সলিড স্টেট ড্রাইভযুক্ত (এসএসডি) কম্পিউটারে ফার্মওয়্যার ত্রুটির (বাগ) জন্য এমনটা হতে পারেএ ধরনের সমস্যা কাটিয়ে উঠতে তারা বেশ কিছু পরামর্শ দিয়েছে
উইন্ডোজ ডেস্কটপ সার্চ অপশনটি বন্ধ করে দিয়ে সুফল পেয়েছেনঅনেক ক্ষেত্রে স্টার্টআপ সফটওয়্যারের তালিকা থেকে গুগল ক্রোম ও স্কাইপ বন্ধ করেও সমাধান পাওয়া গেছে এ ছাড়া বিভিন্ন সফটওয়্যারের তথ্য সংরক্ষণকারী সুপারফেচ বন্ধ করেও সমস্যা কাটিয়ে ওঠা যেতে পারেএকই সঙ্গে ব্রাউজারের বাড়তি এক্সটেনশন ও ফাইল সিংক সুবিধা বন্ধ করে দেখা যেতে পারেমোদ্দাকথা,  স্টার্টআপ যত কম থাকবে, ততই এ সমস্যা কম দেখা দেবেএ ছাড়া ড্রাইভার সফটওয়্যারগুলো নিয়মিত হালনাগাদের কথাও জানিয়েছে প্রতিষ্টানটিতবে সমস্যা গুরুতর হলে দক্ষ কম্পিউটার মেরামতকারীর কাছে সাহায্য নেওয়া উত্তম
সূত্র : মাইক্রোসফট সাপোর্ট



No comments

The 25 Common terms of graphic design- for Professinal Designers

You’ve got a creative think & a desire to apply your design talents in a profession, but it’s a little intimidating to hang out w...

Powered by Blogger.